দর্পণ ডেস্ক : নতুন এক ফুটবল লিগ চালু করার সিদ্ধান্ত নিচ্ছে ইউরোপের সেরা ক্লাবগুলো। মোট ১৬ দল নিয়ে তারা ‘ইউরোপিয়ান সুপার লিগ’ নামের নতুন একটি টুর্নামেন্ট চালু করার চিন্তা করছে। আর এটি চালু হয়ে গেলে তারা বের হয়ে যাবে চ্যাম্পিয়নস লিগ থেকে। ইউরোপের সেরা ১৬ দল যদি চ্যাম্পিয়নস লিগ থেকে বেরিয়ে যায় তবে কার্যত বন্ধ হয়ে যাবে চ্যাম্পিয়নস লিগ।

জার্মানভিত্তিক সাপ্তাহিক ‘ডার স্পাইসেল’ এ তথ্য দিয়েছে। আর তারা সূত্র হিসেবে ব্যবহার করেছে ফুটবলের উইকিলিকসখ্যাত ‘ফুটবল লিকস’ এর ফাঁস করা তথ্য। তাদের মতে, ২০২১ সাল থেকে শুরু হবে নতুন এই টুর্মামেন্ট। তাতে সরাসরি অংশ নেবে ইউরোপের ১১টি বড় বড় ক্লাব। এছাড়া বাকি পাঁচ নামি ক্লাবকে ডাকা হবে অতিথি হিসেবে।

ডার স্পাইসেলের হাতে যে তথ্য এসেছে তার ওপর ভিত্তি করে তারা দাবি করছে, ১৬ দল এরই মধ্যে চুক্তিতে স্বাক্ষর করেছে। তারা এখন নতুন এই উন্মাদনা নিতে প্রস্তুত। আর মার্কার দেয়া তথ্য মতে, ইউনিয়ম অব ইউরোপিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (উয়েফা) যদি কোন প্রতিক্রিয়া না দেখায় তবে ক্লাবগুলোর নতুন এই লিগ শুরু করতে কোন বাধা থাকবে না।

জার্মান সাপ্তাহিকের মতে, নতুন এই লিগের প্রস্তাবে সম্মত হয়েছে লা লিগা থেকে রিয়াল মাদ্রিদ এবং বার্সেলোনা। ইংলিশ লিগ থেকে ম্যানচেস্টার ইউনাইটেড, ম্যানচেস্টার সিটি, চেলসি, আর্সেনাল ও লিভারপুল। ইতালির জুভেন্টাস ও এসি মিলান। জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ও ফ্রান্সের পিএসজি। এছাড়া অতিথি ক্লাব হিসেবে নাম নেয়া হয়েছে লা লিগার অ্যাথলেটিকো মাদ্রিদ, জার্মানির বরুসিয়া ডর্টমুন্ডু, জুভেন্টাসের রোমা ও ইন্টার মিলান এবং ফ্রান্সের মার্সেইয়ের।

মূলত চ্যাম্পিয়নস লিগের প্রতিযোগিতার দিকে তাকালে দেখা যায় ইউরোপের এই ১৬ ক্লাবের বাইরে অন্য ক্লাবগুলো খুব একটা প্রতিযোগিতা করতে পারে না। তাদের চ্যাম্পিয়নস লিগে আসা অনেকটা সংখ্যা পূরণের মতো। যদিও টটেনহ্যাম, নাপোলি, পোর্তোর মতো ক্লাব চ্যাম্পিয়নস লিগে ভালো করে।