উদ্ভট কর্মকাণ্ডের জন্য ব্যাপক আলোচিত আইরিশ গায়িকা সিনিড ও’কনর (Sinéad O’Connor) ধর্মান্তরিত হয়েছেন। ক্যাথলিক খ্রিস্টান থেকে মুসলমান হয়েছেন তিনি। ইসলাম ধর্ম গ্রহণ করার খবর তিনি নিজেই দিয়েছেন টুইটারে টুইট করে। পরে অবশ্য আজান দেওয়ার একটি ভিডিও ফেসবুকেও পোস্ট করেছেন।ইসলাম ধর্ম গ্রহণের পর তিনি নতুন নাম রেখেছেন শুহাদা ডেভিট (Shuhada’ Davitt)। অবশ্য এর আগেও ৫১ বছর বয়সী এই শিল্পী আরেকবার তার নাম পরিবর্তন করেছিলেন। ২০১৭ সালে সিনিড তার নাম বদলে মাগদা ডেভিট (Magda Davitt) রাখেন।খবর বিবিসি ও গার্ডিয়ানের, গার্ডিয়ানের খবর অনুসারে, বেশ কয়েক বছর ধরে সিনিড মানসিক অবসাদ ও হতাশায় ভুগছেন। একাধিকবার তিনি ফেসবুক পোস্টের মাধ্যমে আত্মহত্যা করার ভাবনার কথা জানিয়েছেন। নানা কারণে ব্যক্তি জীবনে চরম হতাশ সিনিড ও’কনর হয়তো শান্তির খোঁজে এবার ইসলাম ধর্মে নিজেকে সমর্পণ করেছেন।
সম্প্রতি সিনিড ও’কনর এক টুইটে জানান, তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি জানিয়েছেন নাম পরিবর্তন করে তিনি নিজের নাম রেখেছেন শুহাদা ডেভিট। উনিশশো নব্বই সালে রিলিজ করা ‘নাথিং কমপেয়ার্স টু ইউ’ গানটির জন্যে তিনি সবচেয়ে সুপরিচিত। ওই বছরের সবচেয়ে হিট গানের তালিকায় ছিল এই গানটি।টুইটারে দেয়া বার্তায় তিনি তাকে সাহায্য করার জন্য অন্য মুসলমানদের ধন্যবাদ জানিয়েছেন।তিনি বলেছেন, তাঁর এই সিদ্ধান্ত “যেকোনো বুদ্ধিমান ধর্মতত্ত্ববিদের সফরের স্বাভাবিক পরিণতি”।ইউটিউবে তিনি নিজের একটি ভিডিও প্রকাশ করেছেন, যাতে দেখা যাচ্ছে যে তিনি আজান দিচ্ছেন। শেখ ড. উমর আল-কাদরী নামের একজন আইরিশ ইমাম একটি ভিডিও পোস্ট করেন। ওই ভিডিওতে দেখা যায় যে গায়িকা সিনিড ও’কনর ইসলাম ধর্মে বিশ্বাস স্থাপনের জন্য কলেমা পাঠ করছেন।
টুইটার বার্তায় আইরিশ গায়িকা আরও বলেন, সব ধর্মশাস্ত্রের অধ্যয়ন শেষ পর্যন্ত ইসলামের দিকেই ধাবিত হয়।তিনি বলেন যে তিনি একজন মুসলমান হতে পেরে গর্বিত।
এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, হিজাব পরে তিনি খুব আন্দিত (very, very, very happy)।
নানা উদ্ভট কর্মকাণ্ডের জন্য দীর্ঘদিন ধরেই আলোচিত সিনিড। ২০১৭ সালে তিনি তার নাম পরিবর্তন করে মাগদা ডেভিট রাখেন। এর স্বপক্ষে যুক্তি দিয়ে বলেন, নাম বদলের মাধ্যমে তিনি পৈতৃক দাসের নাম থেকে মুক্তি হতে চান। মুক্তি পেতে চান পিতা-মাতার অভিশাপ থেকে।ওই বছরই এক ফেসবুক পোস্টে তিনি তার আত্মহত্যা প্রবণতার কথা জানান। তাতে তিনি লিখেন, আমি হচ্ছি লাখ লাখ হতভাগার একজন যারা প্রচণ্ড মানসিক অসুস্থতায় ভুগছে, যারা খুবই ঝুঁকিতে আছে।২০১৫ সালে এক ফেসবুক পোস্টে তিনি ‘ওভারডোজ নেওয়ার (taken an overdose) লেখেন। সম্ভবত অতিমাত্রায় মাদক গ্রহণের ইঙ্গিত করেন তিনি।২০১৬ সালে সিনিড যুক্তরাষ্ট্রের শিকাগো শহর থেকে হঠাৎ নিখোঁজ হলে গেলে তাকে খুঁজে বের করতে অভিযানে নামে পুলিশ।
দীর্ঘদিন ধরেই সিনিড পোপ ও চার্চের তুমুল সমালোচনা করে আসছেন।১৯৯২ সালে তিনি একটি মার্কিন টেলিভিশনের এক লাইভ অনুষ্ঠানে পোপের ছবি ছিঁড়ে বিতর্কের জন্ম দেন।২০১১ সালে সংবাদপত্রে লেখা একটি কলামে তিনি ক্যাথলিক খ্রিস্টানদের কাছে সবচেয়ে পবিত্রস্থান ভ্যাটিকান সিটিকে শয়তানের আখড়া বলে অভিহিত করেন।