দর্পণ ডেস্ক : আন্তর্জাতিক টেস্ট ভেন্যু সিলেটে শনিবার (আজ) জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করবে বাংলাদেশ। এরপর উইন্ডিজের বিপক্ষে ঘরের মাটিতে আরও দুটি টেস্ট খেলবে টাইগাররা। যদি চারটি টেস্টেই বাংলাদেশ জিততে পারে, তাহলে র‌্যাংকিংয়ে ওয়েস্ট ইন্ডিজকে হটিয়ে অষ্টম স্থানের দখল নেবে টাইগাররা। ৬৭ পয়েন্ট নিয়ে টেস্ট র‌্যাংকিংয়ে এখন নবম স্থানে বাংলাদেশ। জিম্বাবুয়ের পয়েন্ট ২।

নভেম্বর মাসে টেস্ট খেলায় ব্যস্ত থাকবে ক্রিকেট খেলুড়ে সবগুলো এলিট দেশ। এর মধ্যে নজরটা বেশি থাকবে এশিয়ায়। এখানে টেস্ট খেলায় ব্যস্ত থাকবে সাতটি দেশ। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে র‌্যাংকিংয়ে ওপরে ওঠার সুযোগ থাকছে বাংলাদেশ, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, পাকিস্তান এবং শ্রীলঙ্কার। আর ওয়েস্ট ইন্ডিজ লড়বে তাদের অষ্টম স্থান ধরে রাখার জন্য।

যদি জিম্বাবুয়েকে ২-০ ব্যবধানে হারাতে পারে, তাহলে বাংলাদেশের পয়েন্ট হবে ৬৮। আর জিম্বাবুয়ের খাতা শূন্য হয়ে যাবে। যদি সিরিজটি ড্র হয় তখন বাংলাদেশের পয়েন্ট ৭ কমে গিয়ে দাঁড়াবে ৬১তে। তখন জিম্বাবুয়ের পয়েন্ট হয়ে যাবে ১৩। আর যদি বাংলাদেশ জিম্বাবুয়েকে ২-০ তে হারিয়ে ৬৮ পয়েন্ট অর্জন করার পর ওয়েস্ট ইন্ডিজকেও ২-০ তে হারিয়ে দেয় তখন বাংলাদেশের পয়েন্ট হয়ে যাবে ৭৬।

অষ্টম স্থানে থাকা উইন্ডিজের পয়েন্ট তখন কমে হবে ৭১। এমনটি হলে নিজেদের টেস্ট ইতিহাসে প্রথমবারের মতো অষ্টম স্থানে উঠবে বাংলাদেশ। আর যদি জিম্বাবুয়ের বিপক্ষে ২-০ তে জেতার পর ক্যারিবীয়দের বিপক্ষে সিরিজ ড্র করে, তখন বাংলাদেশের পয়েন্ট হবে ৬৯। তাই আজ বাংলাদেশ জয়ের মিশন নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নামছে।