তরুণ কর্মদক্ষ জনগোষ্ঠীকে গড়ে তুলতে চাইলে কারিগরি শিক্ষার ওপরে যথেষ্ট জোর দিতে হয়। শুধু চাকরি ক্ষেত্রেই নয়, নিজেই নিজের কর্মসংস্থান গড়ে তুলতে চাইলে কারিগরি শিক্ষা সবচেয়ে বেশি সহায়তা করতে পারে। সে কারণে বিশ্বের সব দেশই কারিগরিতে ব্যাপক জোর দেয়। বাংলাদেশও ব্যতিক্রম নয়। অন্যান্য দেশের মতো বাংলাদেশেও কারিগরি শিক্ষার উপর জোর দেয়া হচ্ছে। কারিগরি শিক্ষা নিলে সহজেই চাকরি মেলে, কারিগরি শিক্ষা নিলে বদলে যাবে আপনার দিন। এমন ধরনের স্লোগান নিয়ে সরকারি-বেসরকারিভাবে উদ্যোগও নেয়া হয়েছে কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দেয়ার নিমিত্তে।
বাংলাদেশ সরকারের কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ক্রিয়েটিভ বিষয়ে যে সব কোর্স পরিচালনা করছেন তার প্রতিটিতে রয়েছে চাকরির অপার সম্ভাবনা। আর কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোর পাশাপাশি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটগুলোও দক্ষ মানবসম্পদ তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তার মধ্যে রয়েছে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং, শিপ বিল্ডিং টেকনোলোজি, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং, গার্মেন্ট ডিজাইন অ্যান্ড প্যাটার্ন মেকিং, গ্লাস টেকনোলোজি, সার্ভেয়ারিং, সিরামিকস টেকনোলজি, ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, আর্কিটেকচার অ্যান্ড ইন্টেরিয়র ডিজাইনিং, ইলেক্ট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিভিল ইঞ্জিনিয়ারিং প্রভৃতি। প্রতিটি কোর্সই পরিচালনা করা হয় অভিজ্ঞ ও দক্ষ শিক্ষকমণ্ডলীর দ্বারা।
বাংলাদেশে সরকারি-বেসরকারি পলিটেকনিক সংশ্লিষ্ট বিষয়গুলো পড়তে নির্ভর করা যায় নিশ্চিন্তে। আরও রয়েছে সুসজ্জিত বিষয়ভিত্তিক ল্যাব, ইন্ডাস্ট্রিয়াল ট্যুরের সুযোগ, সমৃদ্ধ লাইব্রেরি, সার্বক্ষণিক ওয়াই-ফাই ক্যাম্পাস, জব প্লেসমেন্ট সেল, হোস্টেল সুবিধা প্রভৃতি। এছাড়াও স্কলারশিপের সুযোগও রয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.