দর্পণ ডেস্ক : নারায়ণগঞ্জে ছোট ভাইয়ের দেয়া মামলায় বড় ভাই রিপন ভুইয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার জাঙ্গীর দারকাব এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে।
রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাহফুজ জানান, মি সংক্রান্ত বিরোধের জের ধরে আব্দুল আজিজের ছোট ছেলে শিপনকে বড় ছেলে রিপন ভুইয়াসহ তার লোকজন এলোপাতাড়িভাবে পিটিয়ে গুরুতর আহত করে। শিপন বাদী হয়ে রিপনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করে। ই মামলায় রিপন ভুইয়াকে গ্রেপ্তার করে আসামিকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। রিপনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় এর আগেও আরো ৭টি মামলা রয়েছে বলেও জানান এসআই।