দর্পণ ডেস্ক : গাজীপুরে আমতা এসএইচ টাওয়ারের চতুর্থ তলায় লাইফওয়ে বাংলাদেশ প্রাইভেট লিঃ (পিভিটি) নামক ভুয়া এজেন্সিতে অভিযান চালিয়ে প্রতারণা চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি।
গ্রেপ্তারকৃতরা হলো ইসমাইল হোসেন (৩০), আরিফুল হক পলাশ (৩০), লিটন রনি (২৫), সাদ্দাম হোসেন (২৫), আব্দুল কাদের (৩৫), আব্দুস সালাম (২৬), মাসুদ রানা (৩১)।
তাদের কাছ থেকে ১০টি এলইডি মনিটর, ১০ টি পূরণকৃত সদস্য ফরম, ৩ টি ডিজিটাল সিল, সিটি ব্যাংকের বিভিন্ন হিসাব নাম্বার টাকা জমা প্রদানের রশিদ বই, ট্রেনিংয়ের নামের তালিকা সম্বলিত খাতা, এবং একটি সিপিও।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা সারা দেশে প্রায় এই প্রতারণার জাল বিস্তার করে আছে এবং তাদের টার্গেট শিক্ষিত বেকার যুবকরা। তারা চাকরি দেবার নাম করে এই যুবকদেরকে প্রলোভন দেখিয়ে এই প্রতারণার ফাঁদে ফেলে। তার এই যুবকদেরকে ১৫-২০ দিনের একটা কর্মশালায় উন্নত জীবন কেমন হবে এই সম্পর্কে প্রশিক্ষণ দিয়ে। এজন্য প্রত্যেকের কাছ থেকে চাকরি দেবার নাম করে ৪০ থেকে ৫০ হাজার টাকা গ্রহণ করে থাকে ।
সিআইডির বিশেষ পুলিশ সুপার এনামুল কবির জানায়, ২৫ সেপ্টেম্বর রাজধানী থেকে এই চক্রের ৩ সদস্য এবং ১৭ অক্টোবর এ চক্রের আরেক সদস্য কে গ্রেপ্তার করা হয়। এবং এই প্রতারণা চক্রের বিরুদ্ধে এটি আমাদের তৃতীয় অভিযান।