দর্পণ ডেস্ক : জাপানের আরেকজন রাজকুমারী রাজকীয় পরিচয় ত্যাগ করে সাধারণ একজন নাগরিককে বিয়ে করেছেন। ২৮ বছর বয়সী রাজকুমারী আয়াকো জাহাজ কোম্পানি নিপ্পন ইউজেনের কর্মকর্তা ৩২ বছরের কেই মোরিয়ার সঙ্গে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়েছেন।
সোমবার সম্রাট মেইজির মাজারে তাদের বিয়ে অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, বিয়ের পর থেকে রাজকুমারী আয়াকো তাকামোদোর নাম আয়াকো মোরিয়া।
সম্রাট আকিহিতোর প্রয়াত চাচাতো ভাই যুবরাজ তাকামাদোর তৃতীয় কন্যা রাজকুমারী আয়াকো।
অন্তত তিন প্রজন্ম ধরে সাধারণ নাগরিকদের বিয়ে করার পথ উন্মুক্ত করেছে জাপানের রাজপরিবার। সম্রাট আকিহিতো ছিলেন প্রথম যুবরাজ যিনি একজন সাধারণ নাগরিককে বিয়ে করেছিলেন। সম্রাজ্ঞী মিচিকোর সঙ্গে তার দেখা হয়েছিল টেনিস কোর্টে।
কিন্তু মেয়ে হয়ে রাজপরিবারের বাইরে বিয়ে করায় জাপানের আইন অনুযায়ী আয়াকোর রাজকীয় পরিচয় বিলুপ্ত হয়ে গেছে। তিনি রাজপরিবারের পারিতোষিক আর পাবেন না। শুধু জাপান সরকারের পক্ষ থেকে তাকে লাখ খানেক ডলার দেয়া হবে।
রয়টার্স লিখেছে, জাপানের রাজপরিবারে পুরুষের সংকট দেখা দিয়েছে। সিংহাসনের উত্তরাধিকারী হিসেবে রয়েছেন হাতেগোনা কয়েকজন মাত্র সদস্য। এরা হলেন যুবরাজ নারুহিতো, তার ভাই ফুমিহিতো, তার ভাতিজা হিসাহিতো ও মাসাহিতো। যুবরাজ নারুহিতো আগামী বছর তার বাবা সম্রাট আকিহিতোর অবসরের পর সিংহাসন আরোহণ করবেন।
এই অবস্থায় উত্তরাধিকার রীতির পরিবর্তন প্রত্যাশা করেছেন রাজপরিবারের সদস্যরা। কিন্তু রক্ষণশীলরা কোন নারীকে সম্রাটের মুকুট পরতে দিতে রাজি নয়।
এর আগে গত মে মাসে আরেক রাজকুমারী সম্রাট আকিহতোর নাতনি মাকো একইভাবে এক সাধারণ পরিবারের সন্তানকে বিয়ের ঘোষণা দিয়েছিলেন।