দর্পণ ডেস্ক : নন্দীগ্রামে রিমা খাতুন (১৮) নামের এক গৃহবধূর শরীরে দাহ্য পদার্থ নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রিমা নন্দীগ্রাম পৌর এলাকার ফোকপাল গ্রামের রাকিব হাসানের স্ত্রী। দগ্ধ অবস্থায় তাকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
সোমবার সন্ধ্যায় নন্দীগ্রাম সার্কেলের সিনিয়র সহকারী পলিশ সুপার আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, রবিবার দুপুরে রিমা তার শয়ন ঘরে মাথায় চিরুনি করছিলেন। এমতাবস্থায় তিনি তার পিঠে আগুন জ্বলে উঠতে দেখে। তখন তিনি চিৎকার করলে তার পরিবারে লোকজন এসে আগুন নিভিয়ে দেয়। পরে তাকে দগ্ধ অবস্থায় স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করেন।
রিমার শ্বশুর আক্কাস আলী বলেন, আমার পুত্রবধূ ঘরেই ছিল। কে বা কারা শয়ন ঘরের জানালা দিয়ে তার শরীরে আগুন ছুড়ে মারে। এতে তার পিঠসহ শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে।