বরিশালের মুলাদীতে আড়িয়ালখাঁ নদীতে ডুবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তুহিন নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার সকাল ৯টার দিকে উপজেলার পৌরসভার ছোটপাতারচর এলাকায় নদী থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
নিহত তুহিন উপজেলার মুলাদী সদর ইউনিয়নের উত্তরচর ডাকাতিয়া গ্রামের মৃত মোহাম্মাদ আলীর ছেলে। সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের ১ম বর্ষের শিক্ষার্থী।
তুহিনের ফুফাতো ভাই জুয়েল হাওলাদার জানান, রবিবার বেলা ৩টার দিকে তিনি ও তুহিন আড়িয়ালখাঁ নদীতে গোসল করতে যান। নৌকায় উঠে গোসল করার সময় সাবান মেখে তুহিন নদীতে ঝাঁপ দিয়ে আর পাড়ে ওঠেনি। ওই সময় তিনি (জুয়েল) ডাকচিৎকার দিয়ে লোকজন জড়ো করে তুহিনকে খোঁজাখুঁজি করে উদ্ধার করতে ব্যর্থ হন। পরে সোমবার সকালে বরিশাল থেকে ডুবুরি এনে নদী থেকে তুহিনের লাশ উদ্ধার করা হয়।
পরিবারের সদস্যরা জানান, তুহিন সাঁতার জানতো না। নদীর পাড় ভেবে সে ঝাঁপ দেয় কিন্তু ওই স্থানে পানির গভীরতা বেশি থাকায় পাড়ে উঠতে পারেনি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.