কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়া প্রেসক্লাবের প্রতিষ্ঠাকালিন সদস্য ও প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক প্রয়াত তপন কুমার সাহার ২১তম মুত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরন সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সন্ধ্যা ৭ ঘটিকায় প্রেসক্লাবের হল রুমে এ স্মরন সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতেই প্রয়াত সাংবাদিকের বিদেহী আত্মার শান্তি কামনায় এক মিনিট দাড়িয়ে নিরবতা পালন করা হয়। এরপর প্রেসক্লাব সভাপতি মেজবাহ উদ্দীন মান্নু’র সভাপতিত্বে প্রয়াত সাংবাদিকের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারন করে বক্তব্য রাখেন সাংবাদিক গোফরান পলাশ, এস এম মোশারেফ হোসেন মিন্টু, অমল মূখার্জী, হুমায়ুন কবির, জীবন কুমার মন্ডল, শামসুল আলম। এসময় বক্তাদের স্মৃতিচারনমূলক বক্তব্যে উঠে আসে, প্রয়াত সাংবাদিক তপন কুমার সাহা ছিলেন একাধারে একজন নির্বাচিত জনপ্রতিনিধি, একজন নাট্যাভিনেতা ও একজন নির্মোহ সাংবাদিক। তার মৃত্যুতে কলাপাড়াবাসী যেমন একজন গুনী মানুষ হারিয়েছে তেমনি প্রেসক্লাব হারিয়েছে একজন সৎ, নির্ভীক ও সাহসী সহযোদ্ধা সাংবাদিককে। একই দিন প্রয়াত সাংবাদিকের পরিবারের পক্ষ থেকে তার সমাধিতে শ্রদ্ধাঞ্জলি প্রদান সহ মন্দিরে বিশেষ প্রার্থনা করা হয় বলে তার পরিবার সূত্র জানিয়েছেন।