জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ একাদশ জাতীয় নির্বাচনে নিজেদের অতীত কর্মকাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে তুলে ধরার পরিকল্পনা নিয়েছেন। শনিবার রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে এক অনুষ্ঠানে নিজের পরিকল্পনার কথা জানান তিনি।
এরশাদ বলেন,‘আমরা এগিয়ে চলেছি। নির্বাচনে আমরা প্রতিদিন ডিজিটাল ডিভাইস ব্যবহার করে কোটি কোটি মানুষের কাছে আমাদের বার্তা দেবো। আমাদের অতীতের উন্নয়ন কর্মকাণ্ড এবং আগামীর পরিকল্পনা পৌঁছে দেবো সাধারণ ভোটারদের কাছে’।
ডিজিটাল ডিভাইস ব্যবহারে বিভিন্ন কনন্টেন্ট গণমাধ্যম কর্মীদের সামনে তুলে ধরেন এরশাদের তথ্য, প্রযুক্তি এবং রাজনৈতিক উপদেষ্টা পীরজাদা শফিউল্লাহ আল মুনির।
পীরজাদা জানান, জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রতিদিন চার কোটি ভোটারের কাছে জাতীয় পার্টির প্রচারণা এবং এরশাদের কথা তুলে ধরা হবে। ৪০ জন আইটি বিশেষজ্ঞ প্রতিদিন ৩ শিফটে ভাগ হয়ে ২৪ ঘন্টা ডিজিটাল প্রচারণা চালাবেন।
এরশাদ বলেন, ‘জাতীয় নির্বাচন নিয়ে এখন আর কোনো সংশয় বা দ্বিধা নেই। নির্বাচনের জন্য জাতীয় পার্টি সম্পূর্ণ প্রস্তুত। জাতীয় পার্টি এখন অনেক বেশী শক্তিশালী রাজনৈতিক দল। বিএনপি এলে এক ধরনের পরিকল্পনা আর না এলে আমাদের তিনশো আসনেই নির্বাচনের জন্য প্রস্তুতি আছে’।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য সুনীল শুভ রায়, এস এম ফয়সল চিশতী, মেজর (অব.) খালেদ আখতার প্রমুখ।