দর্পণ ডেস্ক : দুষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ গড়তে গাজীপুরে মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে ‘খাল বিল পুকুর নদী খেলার মাঠ বাঁচাও আন্দোলন’ যাত্রা শুরু করেছে। শুক্রবার গাজীপুর মহানগরের চিলাই নদীর পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

গাজীপুর প্রেসক্লাবের সাবেক যুগ্ম সম্পাদক সামসুল আলম শিবলীর সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন সাংবাদিক মো. রেজাউল বারী বাবুল, এস এম মনিরুজ্জামান, আফজাল হোসেন, অধ্যক্ষ ইকবাল হোসেন, সিরাজ উদ্দিন ও স্থানীয় কৃষক আব্দুল মতিন মোল্লাহ প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়ণ, শিল্পকারখানার বিষাক্ত বর্জ্যে গাজীপুরসহ দেশের খাল বিল পুকুর নদী খেলার মাঠ দূষণ, দখল ও ভরাট হয়ে যাচ্ছে। হারিয়ে যাচ্ছে দেশিয় প্রজাতির মাছ। ভারসাম্য হারাচ্ছে প্রাকৃতিক পরিবেশ। বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে গাজীপুরসহ দেশবাসি।

তাই দুষণমুক্ত ও বাসযোগ্য পরিবেশ গড়তে দেশের খাল বিল পুকুর নদী ও খেলার মাঠ প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী, কৃষকসহ বিভিন্ন পেশার লোকজন অংশ নেয়।