দর্পণ ডেস্ক : টাঙ্গাইলের মধুপুরে সপ্তম শ্রেণির এক কিশোরীকে শ্লীলতাহানী করে সে দৃশ্য মোবাইলে ধারণ করে পর্নোগ্রাফি করে ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকির অভিযোগে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন— মধুপুর পৌর শহরের মাস্টার পাড়ার আব্দুল হালিমের ছেলে মমিনুল ইসলাম (১৮) ও মালাউড়ী গ্রামের আক্তার হোসেনের ছেলে শহিদুল ইসলাম সজিব (১৯)।

কিশোরীর মা থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর তাদের গ্রেফতার করা হয় বলে জানান মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম।

তিনি বলেন, এ বিষয়ে মামলা হয়েছে। বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

অভিযোগের বরাত দিয়ে এসআই ফখরুল ইসলাম আরো জানান, গ্রেফতার এ ২জন ছাড়াও মালাউড়ীর আনোয়ার হোসেনের ছেলে বাবু (৩০), হযরত আলীর ছেলে মোস্তফা (২৫), আ. গফুরের ছেলে সুজন মিয়া (৩৫), মতিউর রহমানের ছেলে সাকিল (২৪) ও হারুনুর রশিদের ছেলে সুজন (৩০) রাস্তাঘাটে ওই কিশোরীকে উত্ত্যক্ত করতো।

গত ২০ অক্টোবর বাড়িতে ওই কিশোরীকে একা পেয়ে তারা জোর করে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিয়ে শ্লীলতাহানী করে। এ সময় ওই দৃশ্য মোবাইলে ধারণ করে পরে পরিবারটির কাছে অর্থ দাবি করে তারা। অন্যথায় ওই ভিডিও ইন্টারনেটে ছেড়ে দেয়ার হুমকিও দেয়।