দর্পণ ডেস্ক : ‘প্যায়ার কা পাঞ্চনামা’র পরিচালক লাভ রঞ্জনের বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন জনৈক অভিনেত্রী৷ তাঁর দাবি লাভ তাঁকে বিকিনি পরিয়ে অডিশন নেয়৷ সেই অডিশনে এমন কিছু কথা বলেন পরিচালক যার জন্য অভিনেত্রী অপ্রস্তুত হয়ে পড়েন৷ এছাড়াও এমন কিছু প্রশ্ন করতে থাকেন লাভ যার কোনও প্রয়োজনই ছিল না৷ বিকিনির লুক টেস্টে তাঁকে স্ট্রিপও করতে বলেন পরিচালক৷ এই অভিযোগের পর থেকেই লাভের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ছে সমস্ত নেটিজেন৷

তবে পাশে দাঁড়িয়েছেন তাঁর ছবির অভিনেত্রী নুসরত ভারুচা৷ লাভের অধিকাংশ ছবিতে হিরোইন হিসেবে অভিনয় করেছেন নুসরত৷ নিজের ট্যুইটার হ্যান্ডেলে নিজের অভিজ্ঞতার কথা শেয়ার করে লাভের প্রতি সমর্থন জানিয়েছেন৷ নুসরত বলেছেন, তাঁকে কখনই লাভ কোনও ভাবেই হেনস্তা করেননি৷ বরং অভিনেত্রীর প্রতিটি সিদ্ধান্তকে সম্মান জানিয়েছেন তিনি৷ বিকিনি পরতে রাজি না থাকলেও জোর করেননি তাঁকে৷ ঘনিষ্ঠ দৃশ্য শ্যুট করতেও জোরাজোরি করেননি৷

নুসরত লিখেছেন, প্রত্যেকটি মহিলা, অভিনেত্রী থেকে শুরু করে মেকআপ আর্টিস্ট, হেয়ার স্টাইলিস্ট এবং যেকোন ক্রিউ মেম্বার সবাইকে লাভ নিজের ফিল্ম সেটে সমানভাবে সম্মান করেন৷ কোনও দিন কাউকে নিজের আচরণে অপ্রস্তুত হতে দেন নি৷ এমনকি অন্য কারও দ্বারাও যদি কোনও মেয়ে আনকামফার্টেবল ফিল করত তার বিরুদ্ধে কঠোর সিদ্ধান্ত নেন তিনি৷ একবার একজন ক্রিউ মহিলাকে সেটের একজন হেনস্থা করেছিল৷ সে গিয়ে একটা কোনায় বসে কাঁদছিল৷

সেটা দেখার পর লাভকে গিয়ে নুসরত অভিযোগ করেন৷ অভিযোগ করা মাত্রই সেই ব্যক্তিকে চাকরি থেকে বের করে দেন, সঙ্গে এও খেয়াল রাখেন যাতে ওই ব্যক্তির কঠোরতম শাস্তি হয়৷ নুসরতের এই পোস্টে অধিকাংশই তাঁর বিরুদ্ধে কথা বলেছেন৷ লাভের ছবির নায়িকা বলেই তিনি তাঁকে সমর্থন করছেন৷ এমনই দাবি আনছে সাইবারবাসী৷ তাঁকে যৌন উৎপীড়নের শিকার মহিলাদের পাশে দাঁড়াতে পরামর্শ করেছে নেটিজেন৷