দর্পণ ডেস্ক : খাগড়াছড়ির গুইমারায় যৌতুকের জন্য আগুন দিয়ে স্ত্রী সালমা আক্তারকে হত্যার দায়ে স্বামী মিজানুর রহমানকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে খাগড়াছড়ির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ ইসমাইল এ আদেশ দেন।
রায় ঘোষণার সময় আদালতে আসামিরা উপস্থিত ছিলেন।
মামলার এজাহার থেকে জানা যায়, ২০১৪ সালের ১৭ ডিসেম্বর গুইমারা উপজেলার সিন্দুকছড়িতে যৌতুকের দাবিতে স্ত্রী সালাম আক্তারের গায়ে পেট্রল দেন স্বামী মিজানুর রহমান। দীর্ঘ ৫ মাস খাগড়াছড়ি ও চট্টগ্রামে চিকিৎসা শেষে ২০১৫ সালের ২৯ মে রাতে খাগড়াছড়িতে মারা যান সালমা আক্তার।
মামলার বাদি ও সালমার ভাই মো. নুরুজ্জামান মামলার রায়ে সন্তোষ প্রকাশ করেন।