একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতি কতটুকু সম্পন্ন হয়েছে তা জানতে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)।

আগারগাঁওস্থ নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদার সভাপতিত্বে সোমবার বেলা ১১টায় বৈঠকি অনুষ্ঠিত হবে। সভায় কমিশনকে নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে অবহিত করবে ইসি সচিবালয়।

ইসি সূত্র জানায়, একাদশ সংসদ নির্বাচন নিয়ে প্রস্তুতির মধ্যে দেড় মাস পর কমিশন সভা ডাকা হয়েছে। সর্বশেষ ৩০ আগস্ট কমিশন সভা বসেছিল আরপিও সংশোধন নিয়ে। যেই সভা বর্জন করেছিলেন নির্বাচন কমিশন মাহবুব তালুকদার।

‘একাদশ সংসদ নির্বাচন পরিচালনায় কর্মপরিকল্পনা ও বাস্তবায়নসূচি’র চূড়ান্ত কপি কমিশনে উপস্থানের জন্য ইসির নির্বাচন পরিচালনা ও সমন্বয় শাখাসহ সব বিভাগে কাজ ভাগ করে দেয়া হয়।

ইসির উপ সচিব (সংস্থাপন) মো. মঈন উদ্দীন খান স্বাক্ষরিত সভার নোটিশে বলা হয়েছে- ১৫ অক্টোবর সকালে ৩৬তম কমিশন সভা হবে। এতে পাঁচটি আলোচ্যসূচি রয়েছে। শুরুতেই রয়েছে- একাদশ সংসদ নির্বাচনের প্রস্তুতির বিষয়ে নির্বাচন কমিশনকে অবহিতকরণ।

এছাড়া অন্যগুলো হলো-বাংলাদেশের হিজড়া জনগোষ্ঠিকে ভোটার তালিকায় আলাদা লিঙ্গ হিসেবে অন্তর্ভূক্তির লক্ষে বিদ্যমান ভোটার তালিকার বিধিমালার সংশ্লিষ্ট বিধি ও ফরমে সংশোধন; নির্বাচনে ইভিএম ব্যবহার, ইভিএম প্রদর্শনী এবং এ সংক্রান্ত করণীয়; সিলেট সিটি করপোরেশন নির্বাচনকালে ২টি ভোটকেন্দ্রে অনিয়মের বিষয়ে তদন্ত প্রতিবেদন; এবং জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা, ২০০৮ সংশোধন; বিবিধ।

ইতোমধ্যে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ সাংবাদিকদের বলেছেন, ভোটের প্রস্তুতির প্রায় ৮০ শতাংশ কাজ সম্পন্ন করা হয়েছে। যথাসময়ে তা কমিশনকে অবহিত করা হবে। যেহেতু ৩০ অক্টোবর আমাদের সময় (নির্বাচনের ক্ষণ গণনা) শুরু হবে, এরপর যেকোনো সময় তফসিল করতে পারে কমিশন। আমাদের প্ল্যান ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার।

ইসি কর্মকর্তারা জানান, কমিশন সভায় ভোটের সর্বশেষ প্রস্তুতি নিয়ে বিস্তারিত তুলে ধরা হবে। বিশেষ করে অন্তত ৯৬টি কর্মপরিকল্পনা ও তা বাস্তবায়নসূচির লক্ষ্যমাত্রা কমিশনকে অবহিত করা হবে।