বিএনপির স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ও সাবেক মন্ত্রী তরিকুল ইসলামের অবস্থা সংকটাপন্ন। গত বৃহস্পতিবার তাকে রাজধানীর আজগর আলী হাসাপাতালে ভর্তি করা হয়। শারীরিক অবস্থার অবনতি ঘটলে শুক্রবার তাকে স্থানান্তর করা হয় সিসিইউতে। দোয়া চেয়েছে তার পরিবার
অবস্থার কোনো পরিবর্তন না হলে উন্নত চিকিৎসার জন্য শনিবার অ্যাপেলো হাসপাতালে আনা হয়। সেখানে হাসপাতালের আইসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
তরিকুলের ছেলে অনিন্দ্য ইসলাম অমিত জানান, গতকাল (শনিবার) অ্যাপেলো হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এখন আইসিইউতে আছেন।
অমিত তার বাবার জন্য দলের নেতা-কর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার অ্যাপেলো হাসপাতালে তরিকুল ইসলামকে দেখে গেছেন বলে জানান বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান।
তিনি জানান, তরিকুল ইসলামের অবস্খা সংকটাপন্ন। উনার পরিবার দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।
বিগত চারদলীয় জোট সরকারের সময় তথ্য এবং পরিবেশ ও বনমন্ত্রীর দায়িত্ব পালন করা তরিকুল ইসলাম দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা, ডায়াবেটি, শ্বাসকষ্টসহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। গত কয়েক বছরে একাধিকবার তিনি সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা নেন।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী রোববার সকালে সংবাদ সম্মেলনে জানান, বর্ষীয়ান নেতা দলের স্থায়ী কমিটির সদস্য কিডনি জটিলতাসহ নানা রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন। সরকার তাকেও কয়েকটি গায়েবী মামলায় আসামি করেছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম চার দলীয় জোট সরকারের তথ্য ও পরিবেশ মন্ত্রী ছিলেন। তিনি স্থায়ী কমিটির আগে দলের সহসভাপতিসহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন।