দর্পণ ডেস্ক : জাপান ফুটবলে বেশ এগিয়েছে। রাশিয়া বিশ্বকাপে এশিয়ান টিকিতাকার ফুল ফুটিয়েছে নীল সামুরাইরা। তবে ক্রিকেটের সুর এখনও বাজেনি জাপানে। আঁতুড়ঘরেই আছে তারা। সেই দলকে কোচিং করানোর প্রস্তাব পেয়েছেন ইউনিস খান। যদিও এখনও প্রস্তাবের উত্তর দেননি সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার।

ইউনিস খান প্রস্তাব পেয়েছেন পাকিস্তানি বংশোদ্ভূত এক ব্যবসায়ী কাছ থেকে। পাকিস্তানি বংশোদ্ভূত জাপানি ব্যবসায়ী আবিদ হোসেন দীর্ঘদিন ধরে জাপানে ব্যবসা করছেন। তার সঙ্গে ইউনিসের আবার সখ্যও ভালো। তিনি খুব করে চাচ্ছেন জাপানের ক্রিকেটে কাজ করুক তার দেশের কেউ। সেই সুবাদে ইউনিসকে প্রস্তাব করা।

এ নিয়ে ইতিমধ্যে আবিদ সাবেক এই ক্রিকেটারের সঙ্গে কথা বলেছেন, ‘আমার সঙ্গে তার কথা হয়েছে। সে এখনই কিছু বলেনি। তবে খুব শিগগিরই আমাকে চূড়ান্ত সিদ্ধান্ত জানাবে।’ আবিদ হোসেন আরও চান পাকিস্তানের ক্রিকেটাররা জাপানে আসা-যাওয়া করুক। তাতে জাপানিরা তাদের আপন করে নেবে। জনপ্রিয়তাও বেড়ে যাবে।

এছাড়া জাপান ক্রিকেট নিয়ে টুকটাক কাজ শুরু করলেও দেশটিতে ক্রিকেটের সমর্থক ক্রমেই বাড়ছে বলে জানিয়েছেন আবিদ। ক্রিকেট থেকে অবসর নেয়ার পর কোচিং করানোর কথা ভাবছেন ইউনিস। এখনও কোনো প্রতিষ্ঠিত দল পাননি। তার মধ্যে জাপানের প্রস্তাব। পাকিস্তানের জার্সিতে ১১৮ টেস্ট, ২৬৫ ওয়ানডে ও ২৫টি টি-২০ ম্যাচ খেলা বর্ণাঢ্য ক্যারিয়ার সমৃদ্ধ ইউনিস খান ওই প্রস্তাবে রাজি হবেন কিনা বলা মুশকিল।