অনলাইন ডেস্ক : রাজবাড়ীর পাংশায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে কাজী রুবেল নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। রুবেল উপজেলার কসবামাজাইল ইউনিয়নের ভাতশালা গ্রামের কাজী রওশন আলীর ছেলে।
পুলিশ জানায়, কসবামাজাইল বাজারে রুবেলের একটি স্টুডিও আছে। সেখানে ছবি তুলতে যাওয়ার সুবাদে রুবেল ওই এলাকার এক স্কুলছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এক পর্যায়ে রুবেল তার স্টুডিওতে নিয়ে তাদের মধ্যেকার অন্তরঙ্গ কিছু মুহূর্ত গোপনে ভিডিও করে রাখে। পরে সেই ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মেয়েটি কয়েকবার ধর্ষণ করে রুবেল। এক পর্যায়ে মেয়েটি তার বাবাকে বিষয়টি জানিয়ে দেয়। পরে ওই ছাত্রীর বাবা ২৫ এপ্রিল পাংশা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রুবেলের বিরুদ্ধে একটি মামলা করেন। ওই দিনই পুলিশ রুবেলকে গ্রেফতার করে।
পাংশা থানার ওসি মোফাজ্জেল হোসেন জানান, রুবেলকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ধর্ষণের শিকার স্কুলছাত্রীর রাজবাড়ী সদর হাসপাতালে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।