অনলাইন ডেস্ক :
শুক্রবার বেলা ১১টার দিকে নতুন বাজার সংলগ্ন মথুরানাথ পাবলিক স্কুল সড়কের একটি ছাত্র মেসে এ ঘটনা ঘটে।
ঘটনার পর পরই পুলিশ অভিযান চালিয়ে মেয়েটিকে অচেতন অবস্থায় উদ্ধার এবং দুই ধর্ষকসহ তিনজনকে গ্রেফতার করেছে। তারা হলো- বিএম কলেজের মার্কেটিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র সাইফুল ইসলাম সজীব, স্থানীয় বখাটে রাব্বী ও তাদের সহযোগী মানিক।
বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান জানান, স্থানীয় একটি কলেজের দ্বিতীয় বর্ষের ওই ছাত্রী দুপুরে তার কাছ থেকে পরীক্ষার জন্য নোট আনতে মথুরানাথ স্কুল সড়কে সিকদার ভিলা নামক ছাত্র মেসে যান। এ সময় স্থানীয় বখাটে রাব্বী ওই ছাত্রী এবং মেয়েটির বন্ধুকে ভয়ভীতি দেখিয়ে তাদের কাছ থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয়। এক পর্যায়ে রাব্বী ছাত্রীটিকে পাশের অপর এক মেসের বাসিন্দা সজীবের কক্ষে নিয়ে যায়। বন্ধুটিকে তার কক্ষ থেকে বের না হওয়ার জন্য ভয়ভীতি দেখায়। সজীবের কক্ষে নিয়ে ওই ছাত্রীকে চেতনানাশক দ্রব্য খাইয়ে ধর্ষণ করে রাব্বী। পরে মেয়েটিকে সজীবের জিম্মায় রেখে পালিয়ে যায় সে। এ সময় সজীবও অচেতন অবস্থায় মেয়েটিকে ধর্ষণ করে। এক পর্যায়ে ওই ছাত্রীর বন্ধু ঘটনাটি অন্য বন্ধুদের মাধ্যমে কোতোয়ালি থানা পুলিশকে জানালে দুপুর ১২টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রীকে অচেতন অবস্থায় উদ্ধার ও সজীবকে গ্রেফতার করে। বিকেল ৩টার দিকে বিএম কলেজের সামনে থেকে রাব্বী ও কাউনিয়া বিসিক এলাকা থেকে মানিককে গ্রেফতার করা হয়।
বরিশাল মহানগর পুলিশ কমিশনার এসএম রুহুল আমিন সাংবাদিকদের জানান, ধর্ষণের শিকার মেয়েটিকে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।