দর্পণ ডেস্ক : সিরাজগঞ্জের তাড়াশে সাপের কামড়ে মা রাবেয়া সুলতানা (২৫) ও ছেলে সিয়াম (৪) এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার মধ্য রাতে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশীন গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মালশীন গ্রামের ইয়াসিন আলীর স্ত্রী রাবেয়া সুলতানা তার ছেলে সিয়ামকে নিয়ে রাতে শোবার ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে বিষধর সাপ তাদের দুজনকেই দংশন করে পালিয়ে যায়। তারা সাপের কামড়ের বিষয়টি টের পেয়ে চিৎকার করতে থাকেন।

এ সময় পরিবারের অন্যান্য সদস্যরা তাদেরকে উদ্ধার করে তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আসিফ মাহমুদ বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের বিষের প্রতিষেধক না থাকায় মা ও ছেলেকে বগুড়া মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বগুড়ায় যাওয়ার পথে মা ও ছেলে মারা যান।

মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান মির্জা বলেন, বিষাক্ত সাপের কামড়ে মা রাবেয়া সুলতানা ও ছেলে সিয়ামের মৃত্যু হয়েছে।