দর্পণ ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেছেন, ‘সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। দুনিয়ার কোনো শক্তি নেই নির্বাচন ঠেকানোর। এবার বিনা খেলায় গোল দিতে চাই না। বিএনপি-জামায়াতকে বলব, চক্রান্ত বন্ধ করুন। খেলতে হবে মাঠে।’

মঙ্গলবার রাজশাহীর সাহেববাজার বড় রাস্তায় ১৪ দলের সমাবেশে তিনি এসব কথা বলেন। রাজশাহী নগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এতে সভাপতিত্ব করেন।

১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম আরও বলেন, ১০ বছর ক্ষমতায় আছি, ভুল হতে পারে। শেখ হাসিনা মন্ত্রী-এমপি কাউকেই ক্ষমা করেন না। আমাদের ভেতরে কোনো বিরোধ নেই। শেখ হাসিনা যাকে নৌকা দেবেন, তার পক্ষেই কাজ করতে হবে।

সমাবেশে সভাপতির বক্তব্যে এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, ‘শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রার মহাসড়কে উঠে গেছে। সে ধারা রক্ষা করতে হবে। তার জন্য নির্বাচনে নৌকায় ভোট দিতে হবে।’

অনুষ্ঠানের বিশেষ অতিথি ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘বিএনপি-যুক্তফ্রন্ট, জাতীয় ঐক্য প্রক্রিয়া করে তারা নাকি আন্দোলন করবে। তাদের মতো করে নির্বাচন করতে চায়।’

সমাবেশে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা এমপি, সাম্যবাদী দলের নেতা দিলীপ বড়ুয়া, জাতীয় পার্টির (মঞ্জু) সাধারণ সম্পাদক শেখ শহিদুল ইসলাম, বাংলাদেশ জাসদ সভাপতি শরিফ নূরুল আম্বিয়া, আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর কবির নানক এমপি, আবদুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী এমপি বক্তব্য রাখেন।

আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংসদ সদস্য শাহরিয়ার আলম, সংসদ সদস্য কাজী আবদুল ওয়াদুদ দারা, সংসদ সদস্য আয়েন উদ্দীন, সংসদ সদস্য এনামুল হক, সংসদ সদস্য আক্তার জাহান, সাবেক প্রতিমন্ত্রী জিনাতুন নেছা তালুকদার প্রমুখ।

১৪ দলের সমাবেশ উপলক্ষে মঙ্গলবার সকাল থেকেই শহরের ব্যস্ততম সাহেববাজার-তালাইমারী সড়ক বন্ধ করে মঞ্চ করা হয়। এতে মানুষের চরম ভোগান্তি হয়।