দর্পণ ডেস্ক : ‘আগামী জাতীয় নির্বাচনে পুলিশ নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে। কেননা নির্বাচনকালে পুলিশ থাকবে নির্বাচন কমিশনের অধীনে। আওয়ামী লীগ সরকার গত ১০ বছরে বহু নির্বাচন সফলভাবে সম্পন্ন করেছে। কোথাও কোনো বিশৃঙ্খলা হয়নি। পুলিশ সফলভাবে দায়িত্ব পালন করছে। আশা করি, আগামী নির্বাচনেও পুলিশ সেভাবেই দায়িত্ব পালন করবে- বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ।’
মঙ্গলবার রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে ঢাকা মহানগর উত্তর যুবলীগ আয়োজিত আগামী নির্বাচনে নৌকা মার্কার সমর্থনে গণসংযোগ কর্মসূচি ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, জঙ্গিরা একসময় বাংলাদেশকে একটা অকার্যকর রাষ্ট্র বানানোর চেষ্টা করেছিল। পুলিশ তাদের দাঁতভাঙা জবাব দিয়েছে। দেশের পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী দেশপ্রেমে উদ্বুদ্ধ। সক্ষমতায় বলীয়ান গোয়েন্দা ও নিরাপত্তা বাহিনীও তৎপর। যত ষড়যন্ত্র ও নীলনকশাই হোক না কেন, তা কঠোরভাবে দমন করা হবে।
ঢাকা মহানগর উত্তর যুবলীগের সভাপতি মাইনুল হোসেন খান নিখিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইসমাইল হোসেনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন যুবলীগের কেন্দ্রীয় চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম, কাজী আনিসুর রহমান, মিজানুল ইসলাম মিজু, আনোয়ার হোসেন প্রমুখ।