দর্পণ ডেস্ক : মিয়ানমারের নেতা অং সান সুচির সম্মানসূচক নাগরিকত্ব বাতিলের প্রস্তাব সর্বসম্মতভাবে পাস হয়েছে কানাডার পার্লামেন্টে।
মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা এবং মানবতাবিরোধী অপরাধ ঠেকাতে ব্যর্থ হওয়ার প্রতিক্রিয়াতেই স্থানীয় সময় বৃহস্পতিবার এই সিদ্ধান্ত নিলো কানাডার পার্লামেন্ট। খবর : বিবিসির।
সুচির সম্মানসূচক নাগরিকত্ব বাতিলের প্রস্তাব পার্লামেন্টে ওঠার আগের দিন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো জানান, সুচিকে নাগরিকত্বের সম্মান জানানোর প্রয়োজন আর আছে কিনা, তা পুনর্বিবেচনা করা হচ্ছে।
তবে নাগরিকত্ব বাতিলের পরবর্তী পদক্ষেপসমূহ কি হবে সে নিয়ে তাৎক্ষনিকভাবে কিছু জানানো হয়নি।
যদিও এই পদক্ষেপের কারণে লাখ লাখ রোহিঙ্গা মানুষের দুর্দশা লাঘব হবে না বলে উল্লেখ করেন ট্রুডো।
কানাডাতে এ পর্যন্ত মাত্র ছয়জন মানুষকে সম্মানসূচক নাগরিকত্ব দেয়া হয়েছে। ফলে এটি অত্যন্ত বিরল এক সম্মান ছিল সুচির জন্য।
এর আগে অক্সফোর্ডসহ ব্রিটেনের কয়েকটি শহর তাকে দেয়া সম্মান প্রত্যাহার করে নিয়েছে।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.