দর্পণ ডেস্ক : ১১ জন ক্রুসহ মোট ৪৭ জন আরোহী নিয়ে রানওয়েতে নামতে গিয়ে এয়ার নিউগিনির একটি উড়োজাহাজ পড়েছে হ্রদে। এ ঘটনায় কয়েকজন আহত হলেও কোনো প্রাণহানি ঘটেনি। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার মাইক্রোনেশিয়া দ্বীপে ওয়েনো বিমানবন্দরে অবতরণের সময় এ দুর্ঘটনার শিকার হয় উড়োজাহাজটি।
গ্লোবাল নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান উদ্ধারকারীরা। ছোট ছোট নৌকায় করে যাত্রীদের একে একে উদ্ধার করেন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিমানবন্দরের কয়েক মিটারের মধ্যেই একটি হ্রদ রয়েছে। নাম চুক। উড়োজাহাজটি রানওয়েতে অবতরণের সময় ছিটকে গিয়ে সোজা ওই হ্রদে পড়ে।
এক প্রত্যক্ষদর্শী জানান, হ্রদের সামনেই ছিলেন তিনি। হঠাৎই দেখেন বিশাল একটা কিছু হ্রদে আছড়ে পড়ছে। চমকে উঠে সেদিকে তাকাতেই দেখেন একটি উড়োজাহাজ হ্রদের পানিতে ভাসছে। আর উড়োজাহাজের ভেতর থেকে বাঁচানোর জন্য যাত্রীদের আর্তনাদ ভেসে আসছে। ইতিমধ্যেই আরও লোকজন জড়ো হয়ে যান সেখানে। সবাই মিলে নৌকা নিয়ে উড়োজাহাজের কাছে গিয়ে যাত্রীদের উদ্ধারে নেমে পড়েন। পরে তাদের সঙ্গে যোগ দেয় উদ্ধারকারী দলও।
তিনি আরও জানান, খুব দ্রুততার সঙ্গে উদ্ধারকাজ চালানো হয়েছে। না হলে অনেক প্রাণহানি ঘটতে পারতো।