দর্পণ ডেস্ক : যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও জানান, আগামী অক্টোবর কিংবা তার কিছুদিন পরই আবারও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার কিম জং উনের মধ্যে তাদের দ্বিতীয় বৈঠক অনুষ্ঠিত হতে পারে। বুধবার সিবিএস টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা জানান।
পম্পেও আরও জানান, সম্মেলনে আমরা যাতে অনেক বেশি অর্জন করতে পারি সে লক্ষ্যে আমরা যথার্থ পরিবেশ, পরিস্থিতি তৈরিতে যত্ন নিয়ে কাজ করছি। আশা করি এটা অক্টোবরে হতে পারে, তবে এর পরে হওয়ারই সম্ভাবনা বেশি।
প্রসঙ্গত, গত জুনে সিঙ্গাপুরে ট্রাম্প ও কিমের মধ্যে ঐতিহাসিক বৈঠক সম্পন্ন হয়। ওই বৈঠকে উত্তর কোরিয়া পারমাণবিক নিরস্ত্রীকরণের সকল শর্ত মেনে নেবে বলে প্রতিশ্রুতি দেন কিম।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.