লিটন হোসেন লিমন, নাটোর প্রতিনিধি : নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরীর অভিযোগে পাঁচজনকে জরিমানা করা হয়েছে। গোপন খবরের ভিত্তিতে র্যাব-৫ এর নাটোর ক্যাম্পের কোম্পানী কমান্ডার এএসপি মোঃ আজমল হোসেন এবং উপজেলা নির্বাহী অফিসার উম্মুল বেনিন দ্যুতি বুধবার ভোরে জেলার লালপুর উপজেলার রহিমপুর ও উদন পাড়া গ্রামে পৃথক দু’টি মোবাইল কোর্ট পরিচালনা করেন। এসময় চিনি ও ময়দায় বিভিন্ন রাসায়নিক মিশিয়ে গুড় তৈরীর সরঞ্জামসহ পাঁচজনকে আটক করা হয়।
ভ্রাম্যমান আদালত আটক মোঃ রবিউল ইসলাম, মোঃ রুবেল, মোঃ মানিক ও আব্দুর রউফকে ২৫ হাজার টাকা করে এবং মোঃ মোজাম্মেল হককে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় জব্দ করা চিনি ও ময়দা স্থানীয় একটি মাদরাসায় দান করে ক্ষতিকারক অন্যান্য সামগ্রী বিনষ্ট করে ফেলা হয়।