দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় এনজিও ফ্রেন্ডশীপ কর্তৃপক্ষের অব্যবস্থাপনার মধ্য দিয়ে ’দুর্যোগ ঝূঁকি ব্যবস্থাপনার মাধ্যমে স্থায়িত্বশীল উন্নয়নে সহায়তা’ শীর্ষক সংবাদ মাধ্যমের ব্যক্তিত্বের সাথে মতবিনিময় সভা বুধবার প্রেসক্লাব সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। মতবিনিময় সভার শুরুতে অতিথির আসনে প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, মহিপুর প্রেসক্লাব ও কুয়াকাটা প্রেসক্লাবের একজন করে প্রতিনিধিকে স্থান দেয়া হলেও রিপোর্টার্স ক্লাব থেকে কোন প্রতিনিধিকে অতিথির আসনে স্থান না দেয়ায় রিপোর্টার্স ক্লাব’র অংশগ্রহন কারী সদস্যদের মধ্যে ক্ষোভের সঞ্চার হয়।
পরে সিনিয়র সাংবাদিকদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রনে এলে প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি জীবন কুমার মন্ডলের সভাপতিত্বে অতিথিদের আমন্ত্রন ও স্বাগত বক্তব্য রাখেন ফ্রেন্ডশীপ’র প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান। এরপর অংশগ্রহনকারীদের পরিচিতি, অনুষ্ঠানের উদ্বোধন ঘোষনা, ফ্রেন্ডশীপ পরিচিতি, তথ্যচিত্র উপস্থাপন, প্রকল্প পরিচিতি, মুক্ত আলোচনা ও প্রকল্পের সম্বন্ধীয় সুপারিশ উপস্থাপনায় যথাক্রমে অংশ নেন ফ্রেন্ডশীপ’র কর্মকর্তা জাফর ইকবাল, আবু মোহাম্মদ শিহাব, মো: নাইম খান প্রমূখ।
মত বিনিময় সভা শেষে অংশগ্রহনকারী নবীন গুটি কয়েক সাংবাদিককে এক হাজার এবং বাকীদের পাঁচশত টাকা করে সন্মানী প্রদান করায় ফের ক্ষোভের সৃষ্টি হয় মতবিনিময় সভায় অংশগ্রহনকারীদের মধ্যে। এমনকি প্রেসক্লাবের সভাকক্ষের ভাড়া এবং পিয়নের পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ ওঠে সংস্থাটির বিরুদ্ধে।
এ বিষয়ে কলাপাড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক শরিফুল হক শাহিন জানান, ’ক্লাবের সভা কক্ষ ব্যবহারের পর অনুষ্ঠান শেষে সংস্থাটির কর্মকর্তারা চলে গেলেও সভা কক্ষের ভাড়া আমি পাইনি।’ সিনিয়র সাংবাদিক বিশ্বাস শিহাব পারভেজ মিঠু জানান, আমি সন্মানী বৈষম্যের কারনে অনুষ্ঠানে অংশ নিয়েও দুপুরের খাবার ও সন্মানী নেইনি। এ বিষয়ে ফ্রেন্ডশীপ’র প্রকল্প ব্যবস্থাপক জুয়েল হাসান জানান, অনুষ্ঠানের শুরুতে অতিথির আসন নিয়ে একটু সমস্যার সৃষ্টি হলেও পরে সুন্দর ভাবে অনুষ্ঠানে শেষ হয়েছে। এছাড়া অংশগ্রহনকারীদের সন্মানীর বিষয়ে সংস্থার নির্দেশনা অনুসরন করা হয়েছে বলে জানান তিনি।