নাটোর প্রতিনিধি :নাটোরের গুরুদাসপুরে জোনাঈদ ইসলাম নামে দুই বছরের এক শিশু ডোবার পানিতে ডুবে মৃত্যু হয়েছে। সরেজমিনে গিয়ে জানা যায়, সোমবার দুপুরে উপজেলার মশিন্দা ইউনিয়নের শিকারপুর গোন্না পাড়ায় ওই ঘটনা ঘটে। শিশুর মা জোবায়দা বেগম দুপুরে রান্না করতে গেলে শিশুটি বাড়ীর পাশের্^ ডোবার পানিতে পরে। খোঁজাখুজির এক পর্যায়ে প্রতিবেশীরা ওই ডোবার পানিতে শিশুর লাশ ভেঁসে উঠতে দেখে। সেখান থেকে ওই লাশ উদ্ধার করা হয়। জোনাঈদ ইসলাম শিকারপুর গোন্না পাড়ার মোঃ সোহেল রানার একমাত্র সন্তান বলে জানা যায়।