নাটোর প্রতিনিধি :“মায়ের দেয়া খাবার খাই, মনের আনন্দে স্কুলে যাই” এই শ্লোগানকে সামনে নিয়ে নাটোরের গুরুদাসপুরে মিনা দিবস উপলক্ষে র্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১০টার দিকে উপজেলা শিক্ষা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ থেকে একটি র্যালী বের হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
পরিষদ মিলানায়তনে শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মনির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সভাপতি স্থানীয় সাংসদ মোঃ আব্দুল কুদ্দুস। এছাড়াও উপজেলা চেয়ারম্যান মোঃ আব্দুল আজিজ, ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ ও শাহিদা আকতার মিতা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, ইন্সট্রাক্টর মোঃ আব্দুল গফুর, জেলা আওয়ামীলীগের তথ্য সম্পাদক মোঃ আনোয়ার হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।