দর্পণ ডেস্ক :
পূর্ব আফ্রিকার দেশ তাঞ্জানিয়ায় একটি ফেরি ডুবে ১০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে আফ্রিকার বৃহত্তম হ্রদ ভিক্টোরিয়ায় ফেরিটি ডুবে যায় জানিয়ে বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় অনেকেই নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
তাঞ্জানিয়ার পুলিশ প্রধানের বরাত দিয়ে দেশটির রাষ্ট্রীয় বেতারের খবরে বলা হয়েছে, ফেরিডুবির ঘটনায় ১০০ জনেরও বেশি মানুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আরও অনেকে নিখোঁজ রয়েছে।
স্থানীয় এক কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিকেলে শতাধিক যাত্রী নিয়ে হ্রদের দক্ষিণ-পশ্চিমের ইউকারা দ্বীপের কাছে ফেরিটি ডুবে যায়।
আঞ্চলিক গভর্নর জন মঞ্জেলা বৃহস্পতিবার রাতে জানান, ফেরিটি ডুবে যাওয়ার পর বৃহস্পতিবার রাতেই ৪৪ জনের মরদেহ এবং ৩৭ জনকে জীবিত উদ্ধার করা হয়। জীবিত উদ্ধার পাওয়া কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের উদ্ধারের পর বৃহস্পতিবার রাতে উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়েছিল। শুক্রবার সকালে তা পুনরায় শুরু করা হয়। এরপর আরও মরদেহ পাওয়া যায়।
‘এমভি নিয়েরেরে’ নামের ফেরিটিতে প্রায় ২০০ জন যাত্রী ছিল বলে ধারণা করা হচ্ছে, যা ফেরিটির ধারণ ক্ষমতার দ্বিগুণ। এছাড়া ফেরিটিতে মালামালও বহন করা হচ্ছিল। এর মধ্যে ভুট্টা ও সিমেন্টের বস্তাও ছিল বলে তাঞ্জানিয়ার বৈদ্যুতিক, কারিগরি ও সেবা সংস্থার এক বিবৃতিতে বলা হয়েছে। বিবৃতিতে বলা হয়, ঘাটের কাছাকাছি আসার পর ফেরিটি উল্টে যায়।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.