দর্পণ ডেস্ক : সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার লেখা বইকে মনগড়া উল্লেখ করে আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, এসকে সিনহা একজন দুর্নীতিবাজ। সাবেক হওয়ায় এখন অন্তর্জ্বালায় ভুগছেন তিনি। বিদেশের মাটিতে বসে মনগড়া কথা দিয়ে বই লিখে জনগণকে বিভ্রান্ত করার পায়তারা চালাচ্ছেন।

শুক্রবার তার নির্বাচনী এলাকা আখাউড়া রেলওয়ে জংশনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, তার এসব কথায় জনগণ কান দেবে না। তবে এসকে সিনহার মাধ্যমে জুডিশিয়াল ক্যু করার সেই চক্রান্তকারীরা এখন ঘোলাপানিতে মাছ শিকার করার অপচেষ্টা চালাচ্ছে।

জনগণকে বিভ্রান্ত করার জন্য এসব করে বেড়াচ্ছেন সিনহা। আনিসুল হক বলেন, যা লেখা হয়েছে তা একজন পরাজিত মানুষের হা-হুতাশ মাত্র।

আইনমন্ত্রী বলেন, বিএনপি এসকে সিনহাকে ব্যবহার করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র করছে। সিনহার এসব ভুতুড়ে গীত শুনে মানুষ বিভ্রান্ত হবে না। জনগণ আগামী নির্বাচনে নৌকায় ভোট দিয়ে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চায়। সুতরাং কোনো ষড়যন্ত্রই টিকবে না। যেমনটি আগেও টিকে নাই।