গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি.
আগামী জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে বর্তমান সাংসদ অধ্যাপক আব্দুল কুদ্দুসকে মনোনয়ন না দেওয়ার দাবি জানানো হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার আওয়ামীগের দলীয় কার্যালয়ে দুই উপজেলা আওয়ামীলীগের আয়োজনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলণে ওই দাবি জানান গুরুদাসপুর ও বড়াইগ্রাম আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা।
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আব্দুল বারীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলণে প্রধান অতিথি ছিলেন নাটোর জেলা আ’লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র মনোনয়ন প্রত্যাশি শাহনেওয়াজ আলী ও নাটোর জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী, নাজিরপুর ইউনিয়ন আ’লীগের সভাপতি আয়ুব আলী, গোপালপুর ইউনিয়নের সভাপতি আতাউর রহমান জিন্না, উপজেলা আ’লীগের সহসভাপতি আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান সুজা, সেচ্ছাসেবকলীগের সভাপতি মেহেদী হাসান প্রমূখ।
সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশি উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলী মোল্লা ও নাটোর জেলা আ’লীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বড়াইগ্রাম উপজেলা চেয়ারম্যান ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী বর্তমান সাংসদের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, বর্তমান সাংসদ আব্দুল কুদ্দুস বিগত উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতিকের বিরুদ্ধে অবস্থান নেয়। কিছু জায়গায় নৌকা প্রতিক পাওয়া প্রার্থীকে পরাজিত করেছেন। এছাড়া তার বিরুদ্ধে স্বজনপ্রীতি, দুনীতি, নিয়োগ বাণিজ্য এমনকি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন নিয়োগে ৮ থেকে ১০ লাখ টাকা নিয়েছে। তার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগও করেছেন তারা। তাই, এই আসনে নৌকার বিজয় ধরে রাখতে চাইলে আগামী সংসদ নির্বাচনে ওই দুর্নীতিবাজ সাংসদকে মনোনয়ন না দেওয়ার দাবি জানানো হয় ওই সম্মেলনে।