তোফাজ্জল হোসেন, নরসিংদী থেকে ঃ বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট আগামী সংসদ নির্বাচনে ৩০ আসনে প্রার্থী দেবে। গত ১৫ সেপ্টেম্বর নরসিংদী পৌর মিলনায়তনে বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট নরসিংদী জেলা শাখা আয়োজিত নরসিংদী জেলা কর্মী সম্মেলনে বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টের (বি এন এফ) এর প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা এস এম আবুল কালাম আজাদ, এমপি প্রধান অতিথির ভাষণে একথা বলেন।নরসিংদী জেলা শাখার সভাপতি ডাঃ মোঃ সবুজ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সমাবেশে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন খুরশীদ আলম, এডভোকেট ইসলাম,অর্জুন কুমার দাস,আব্দুর রশিদ, নাছির উদ্দিন প্রমুখ। প্রধান অতিথি বলেন আগামী নির্বাচনে বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্ট ৩০০ আসনে প্রার্থী দিয়ে জনগনের আস্থার মাধ্যমে জয়লাভ করে সরকার গঠন করবে। সম্মেলনে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী জেলা হতে ৫ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়। প্রার্থীগন হলেন নরসিংদী -১ আসন হতে খুরশীদ আলম,নরসিংদী -২ আসন হতে নাছির উদ্দিন,নরসিংদী-৩ আসন হতে ডাঃ সবুজ আলী,নরসিংদী -৪ আসন হতে ডাঃ আব্দুর রশিদ,নরসিংদী-৫ আসন হতে আব্দুল মোমেন ভূইয়ার নাম ঘোষণা করা হয়। কর্মী সম্মেলনে ১০০০ নেতা কর্মী বাংলাদেশ ন্যাশনালিষ্ট ফ্রন্টে যোগদান করেন।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.