দর্পণ ডেস্ক : সুজিয়া আক্তার মিতু কে সভাপতি ও তাবিয়া জাহান
অর্পিকে সাধারণ সম্পাদক করে পটুয়াখালী সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের
কমিটি গঠন করা হয়েছে। জেলা ছাত্রলীগের সভাপতি মো: হাসান সিকদার ও সাধারণ
সম্পাদক ওমর ফারুক ভূঁইয়া স্বাক্ষরিত এক পত্রে গত ১৫ সেপ্টেম্বর ২০১৮
তারিখ এক বছরের জন্য এ কমিটি অনুমোদন দেয় জেলা ছাত্রলীগ। কমিটিতে সুজিয়া
আক্তার মিতু সভাপতি, সাহানারা সিদ্দিকা জেসমনি সহ-সভাপতি, তাবিয়া জামান
অর্পি সাধারণ সম্পাদক, সানজিদা আক্তার মুনা যুগ্ম-সাধারণ সম্পাদক,
সাংগঠনিক সম্পাদক রোমানা আক্তার সদী সিকদার, ফারহানা মিশু টুম্পাকে
সাংগঠনিক সম্পাদক করে মোট ছয় সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন দেয়া হয়।
জেলা ছাত্রলীগ সভাপতি মো: হাসান সিকদার সাংবাদিকদের জানায়, ’আগামী জাতীয়
সংসদ নির্বাচনকে সামনে রেখে আমরা পটুয়াখালী জেলাধীন সকল ইউনিটের কমিটি
গঠন করবেঅ। নব-নির্বাচিত সরকারি মহিলা কলেজ ছাত্রলীগের নেত্রীবৃন্দ
সাধারণ ছাত্রদের জন্য কাজ করবে এবং দেশরত্ন শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়ন
করার লক্ষ্যে অগ্রনী ভূমিকা রাখবে।’