দিবাকর সরকার, কলাপাড়া প্রতিনিধি : পটুয়াখালীর কলাপাড়ায় স্ট্রিপ বনায়নে সম্পৃক্ত উপকারভোগীদের সামাজিক বনায়ন, বাগান সৃজন কৌশল, জলবায়ু পরিবর্তনের অভিযোজন ও নিরসনের উপর প্রশিক্ষন কর্মসূচী ২০১৭-২০১৮ শুরু হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলার নীলগঞ্জের উমেদপুর স্থানীয় কমিউনিটি সেন্টারে এসএফপিসি কলাপাড়া ও উপকূলীয় বন বিভাগ পটুয়াখালীর আয়োজনে দুই দিনের এ প্রশিক্ষন শুরু হয়। সাবেক ইউপি সদস্য মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বন কর্মকর্তা মো. আব্দুস সালাম। বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন, সামাজিক বনায়ন সম্পর্কে ধারনা, উদ্দেশ্য, বৈশিষ্ট্য, উপকারিতা, বিধিমালা-২০০৪, উপকাভোগীদের দায়িত্ব ও কর্তব্য, নার্সারী স্থাপন, চারার যতœ, পোকামাকড় ও রোগ বালাই দমন, জলবায়ু পরিবর্তনের সংজ্ঞা, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য, বৈষ্ণিক উষ্ণতা ও গ্রীন হাইজ ইফেক্ট, জলবায়ু পরিবর্তনের প্রভাব ও উপকূলীয় বনায়নের ভূমিকা সম্পর্কে প্রশিক্ষন দেয়া হবে। “বঙ্গোপসাগরে জেগে ওঠা নতুন চরসহ উপকূলীয় এলাকায় বনায়ন” প্রকল্পের আওতায় জাফর জোমাদ্দারের বাড়ি হইতে ইসমাইল হাওলাদারের বাড়ি পর্যন্ত ৮ কিলোমিটারে মধ্যে ৪০ জন উপকাভোগীরা এ প্রশিক্ষনে অংশ গ্রহন করেন। প্রশিক্ষন শেষে সনদ প্রদান করা হবে।