দর্পণ রিপোর্ট :
দেশের আলোচিত সমালোচিত মডেল বরিশালের মেয়ে নায়লা নাঈম এবার জায়গা করে নিলেন ভারতীয় শীর্ষ গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়াতে। এই মডেলকে ‘বাংলাদেশের সানি লিওন’ খেতাব দেন ভারতীয় গণমাধ্যমটি, যিনি ফেসবুকে নিজের খোলামেলা ও রগেরগে ছবি পোস্ট করে আলোচনায় ওঠে আসেন।
যদিও নায়লা নাঈম পেশায় একজন চিকিৎসক। খোলামেলা হয়ে একাধিক সিনেমায় আইটেম গার্ল হলেও নায়লাকে পর্ণফিল্মে কাজ করতে এখন পর্যন্ত দেখা যায়নি। আর আজকের বলিউড অভিনেত্রী সানি লিওন ছিলেন একসময়ের পর্ণতারকা। আমরা সকলেই জানি আমেরিকার একজন প্রাপ্তবয়স্ক চলচ্চিত্র তারকা হিসেবে, সানি লিওন ভারতে এসে বলিউডে তার ভাগ্য চেষ্টা করেছিলেন। তিনি ভারতীয় বিনোদন বিশ্বের ধাপে ধাপে উপড়ে উঠেছেন এবং সুন্দর সানি লিওন লক্ষ লক্ষ ভক্ত পেয়েছেন এবং একটি আন্তর্জাতিক সেলিব্রিটি হয়ে উঠেছেন। সানি লিওন তার সৌন্দর্য এবং গাঢ় চেহারা জন্য বিশ্বের পছন্দ করা হয়।

একইভাবে, বাংলাদেশ থেকে এই মডেল খোলামেলা এবং সাহসী এবং তিনি বাংলাদেশে দ্বিতীয় সানি লিওন হিসাবে বিখ্যাত। এই অভিনেত্রীর নাম নায়লা নাঈম। তিনি বাংলাদেশের বিখ্যাত ও সমোলোচিত মডেল এবং অভিনেত্রী।
তিনি মডেলিংয়ের মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন এবং মডেলিং বিশ্বের সফল হয়ে ওঠার পর তিনি চলচ্চিত্রে তার ভাগ্য চেষ্টা করেছিলেন। তার প্রথম ছবিটি ছিল বাংলা চলচ্চিত্র “রানআউট” যা বাংলাদেশে অত্যন্ত জনপ্রিয় ছিল। নীলাও একজন ডাক্তারও জানেন না। সামাজিক মিডিয়াাতে নায়লার ছবি শিরোনামগুলোতে আঘাত পেয়েছে।

উল্লেখ্য নায়লা ১৪ ডিসেম্বর ১৯৮৬ সালে বরিশালে জন্মগ্রহণ করেন। বর্তমানে তিনি ৩১ বছর বয়সী এবং তার এই বয়সে সে ভিন্ন রকম দেখায়। তিনি বড় ব্র্যান্ড এবং প্রতিষ্ঠানের জন্য বিভিন্ন ছবির শুটিং করেছেন।
মডেলিং করার আগে, তিনি ঢাকা সিটি ডেন্টাল কলেজ থেকে পড়াাশোনা সম্পন্ন করেছেন এবং তিনিও একজন ডেন্টিস্ট হয়েছেন। রানার ও মারুফ টাকা ধরে চলে না- নায়ালা নাঈম দুটি চলচ্চিত্রে অভিনয় করেছেন।
পেশায় একজন দন্তচিকিৎসক হলেও বিনোদন কর্মজীবনে তার পদার্পন ঘটে মডেলিংয়ের মাধ্যমে। প্রাথমিকভাবে একজন শোবিজরে জগতের একজন র‌্যাম্প মডেল হিসেবে তার বিনোদোন কর্মজীবনের শুরু। ২০০৯ সালে গ্রামীণফোনের একটি বিজ্ঞাপনচিত্রে মডেল হিসেবে কাজ করার মাধ্যমে অলোচনায় আসেন। একজন ফ্যাশন মডেল হিসেবে, পাশাপাশি একাধিক ব্র্যান্ডের টেলিভিশন বিঙাপনে কাজ করেছেন তিনি। এছাড়া তিনি দেশী-বিদেশী বিভিন্ন পোষাক পণ্যের মডেল হয়েছেন। শোবিজ জগতে আসার কিছুদিনের মধ্যে তিনি জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তিতে তিনি টেলিভিশন নাটকে অভিনয় শুরু করেন।
নায়লা সানি লিওনের চেয়ে অনেক কম জনপ্রিয়, কিন্তু উষ্ণতা ও সৌন্দর্যের ক্ষেত্রে তাকে কঠিন প্রতিযোগিতায় ফেলে দিতে পারে।

https://youtu.be/dLQBkchLPoU