দর্পণ ডেস্ক : লক্ষ্মীপুরের রায়পুরে পারিবারিক বিরোধের জেরে বাবার হাতে খুন হয়েছেন ছেলে। নিহতের নাম মো. সাগর (২৮)। সাগরের বাবা বেলায়েত হোসেন ভূঁইয়াকে আটক করেছে পুলিশ।
সোমবার রাত সাড়ে ১১টার দিকে রায়পুর পৌর শহরের মধুপুর এলাকার হারিস ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে পুলিশ মরদেহ উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
পুলিশ ও স্থানীয়রা জানান, ছেলে সাগর পরিবারের অমতে একাধিক বিয়ে করার কারণে প্রায়ই পারিবারিক কলহ লেগে থাকতো তাদের সংসারে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার সালিশী বৈঠকে বসেছিল পরিবারটি। সোমবার রাতে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলেকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেন বাবা।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সোলাইমান চৌধুরী বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রাতেই বাবাকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।