দর্পণ রিপোর্ট :
এবার দিন কয়েকের ব্যবধানে নতুন গান-ভিডিও নিয়ে আবারও হাজির আরমান। এবার প্রেমিকাকে দোষারোপ না করেও প্রশ্ন রেখেছেন গানে গানে। এর নাম ‘কার বুকেতে হাসো’। আরও জানতে চেয়েছে প্রেমিকার কাছে-কে তাকে এখন রাত জেগে গল্প শোনায়।
১৭ সেপ্টেম্বর দুপুরে গানটির অডিও-ভিডিও প্রকাশ পেয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান সিএমভির ইউটিউব চ্যানেলসহ মুঠোফোন প্রতিষ্ঠানগুলোর মিউজিক অ্যাপে।
গানের ভিডিও ও আরমান আলিফ‘সুপারহিট’ আরমান আলিফের ‘অপরাধী’র পর ‘বেঈমান’, ‘নেশা’ গানগুলো এসেছে। সবই প্রথমটির ধারাবাহিকতা ধরে রেখেছে।
গান প্রকাশের প্রসঙ্গে আরমান আলিফ বলেন, অনেক যত্ম করে গানটি করেছি। দারুণ একটা ভিডিও হয়েছে। আশা করছি আগের মতোই সবার ভালো লাগবে।’
আরমান আলিফ নিজেই ‘কার বুকেতে হাসো’ গানটির কথা-সুর তৈরি করেছেন। আর সংগীতায়োজন করেছেন শাহরিয়ার রাফাত। সৈকত রেজার পরিচালনায় এতে আরমান আলিফ ছাড়াও মডেল হয়েছেন আশফাক রানা ও লিয়ানা লিয়া। তৈরি হয়েছে গানটির একটি গল্পনির্ভর ব্যয়বহুল ভিডিও।
https://youtu.be/MiuEx4nPpy8?t=196