কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার মিরপুরে এক প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৩য় শ্রেনীর ছাত্রীর যৌন হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
আজ সোমবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার নিকট লিখিত অভিযোগ দাখিল করেন ঐ শিক্ষার্থীর মা।
ওই ছাত্রীর মা তাসলিমা খাতুন লিখিত অভিযোগে উল্লেখ করেন, কুর্শা মশিয়াদড়ী (নব্য জাতীয়করণ) সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান প্রাইভেট পড়ানোর সুবাদে দীর্ঘদিন ধরেই আমার মেয়েকে যৌন হয়রানি করছে। আমরা বিষয়টি জানতে পেরে বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মিরাজ জোয়ার্দ্দারকে অবহিত করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং শিক্ষা অফিসারের হস্তক্ষেপ কামনা করছি। সেই সাথে ঐ শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।
অভিযুক্ত প্রধান শিক্ষক আব্দুল মান্নান বলেন, বিষয়টি ভিত্তিহীন। এ ধরনের কোন কাজ আমি করিনি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম জামাল আহমেদ বলেন, ছাত্রীর জবানবন্দী গ্রহণ করা হয়েছে। পরবর্তীতে ওই শিক্ষকে জিজ্ঞাসাবাদ করা হলে সে দোষ স্বীকার করে ক্ষমা প্রর্থনা করেন। বিষয়টি ক্ষমার অযোগ্য হওয়ায় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।