আলিম সোহেল : সাভার হেমায়েতপুরের তেতুলঝোড়া ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েই ফখরুল আলম সমর তার ম্যাজিকাল টাচে বদলে দিলেন পুরো এলাকা। রাস্তা ঘাটের উন্নয়ন,খাল পুনরুদ্ধার,ড্রেনেজ ব্যবস্থার অভুতপূর্ব উন্নতি, সন্ত্রাস-জঙ্গিবাদ দমন,আইন-শৃংখলার দৃশ্যমান পরিবর্তন, শিক্ষার্থীদের সময় মত বই দেয়া, বাল্যবিবাহ রোধসহ সরকারের প্রতিটি কাজে সহযোগিতা,মুল সড়কে এলইডি ডিসপ্লে লাইটের উদ্ভাসিত আলোয় সাভার হেমায়েতপুর যেন সিঙ্গাপুর। তার ক্যারিশম্যাটিক নেতৃত্বে আওয়ামী লীগ যেন দম ফিরে পেয়েছে এই আসনে।রানা প্লাজা কেলেংকারিতে সব হারানো নেতা মুরাদ জংকে নিয়ে আওয়ামী লীগ যখন বিব্রত,সাংসদ এনামুর রহমানের অযাচিত বাক্যপ্রয়োগে আওয়ামী লীগ যখন বিধ্ধস্ত তখন সমর চেয়ারম্যানের উন্নয়নের রাজনীতি আওয়ামিলীগে স্বস্তির বাতাস দিচ্ছে। সংবাদ শ্রমিক হিসেবে তথ্য সংগ্রহ করতে গিয়ে এক অভুতপূর্ব তথ্য পাওয়া যায়-ছোট বড়, ভোটার বা ভোটার নয় সাভার আশুলিয়ার সকলের মুখে মুখে সমরের নাম।এযেন সকলের আশীর্বাদে একজন সমর তার সমরসজ্জায় প্রজ্জলিত হয়ে আগামি নির্বাচনে যুদ্ধে নামতে যাচ্ছেন।
যিনি শুধু একাই জয়ী হবেন না ভবিষ্যত এমপি হিসেবে ঢাকা-১৯ আসনের জনগণকেই জিতিয়ে দেবেন এই আশাতেই চেয়ে আছে এলাকাবাসি।