দর্পণ ডেস্ক :
জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার সন্ধ্যা ৭টার দিকে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান।
তার এই সফরের সার্বিক দিক উপস্থাপনের জন্য সোমবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠক আহ্বান করা হয়েছে।
এ সভায় জাতিসংঘ, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়াও লন্ডনে অবস্থানরত দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকের বিষয়বস্তু ও তার নির্দেশনা নিয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে।
গত মঙ্গলবার রাতে যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন বিএনপি মহাসচিব। জাতিসংঘের সদর দফতরে সংস্থার রাজনীতি বিষয়ক সহকারী সেক্রেটারি জেনারেল মিরোস্লাভ জেনকারের সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করে তার নেতৃত্বে একটি প্রতিনিধিদল।
ওই প্রতিনিধিদলে ছিলেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লন্ডন প্রবাসী হুমায়ুন কবির ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। এই বৈঠকে দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতিতে আসন্ন জাতীয় নির্বাচনকে সুষ্ঠু ও নিরপেক্ষ করতে জাতিসংঘের সহায়তা চাওয়া হয়েছে।
মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন বিএনপি মহাসচিব। পরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন থিঙ্কট্যাংক প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে মতবিনিময় করেন ফখরুল। এতে অন্তত ৫০ জন বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন।
শনিবার বিএনপি মহাসচিব দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠক করতে লন্ডন যান। এদিন তার সঙ্গে আগামী আন্দোলন ও নির্বাচন নিয়ে নিজেদের কৌশল নির্ধারণে দীর্ঘ বৈঠক করেন। পরে রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকার উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করেন মির্জা ফখরুল।