দর্পণ ডেস্ক :
এই প্রথমবারের মতো আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের সময় নির্যাতনের কথা স্বীকার করেছে ফ্রান্স। আলজেরিয়ার স্বাধীনতাপন্থী কর্মী মরিস অডিনের কথা উল্লেখ করে ফরাসি বাহিনীর নির্যাতনের বিষয়ে বিরল স্বীকারোক্তি দেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ।
১৯৫৭ সালে এই গণিতবিদকে গ্রেফতার করার পর তিনি নিখোঁজ হন। ফরাসি বাহিনীর হাতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়।
বৃহস্পতিবার অডিনের স্ত্রীর সঙ্গে দেখা করে ফরাসি প্রেসিডেন্ট বলেন, আমি কেবল সত্যটাই স্বীকার করছি। প্যারিসে বসবাসকারী জোসেট অডিন সাংবাদিকদের বলেন, আমি কখনাে ভাবিনি যে এমন দিন আসবে।
আলজেরিয়ার স্বাধীনতা যুদ্ধের পর জন্ম হয় প্রেসিডেন্ট ম্যাক্রোঁর। গত বছর নির্বাচনী প্রচারণার সময় প্রেসিডেন্ট ম্যাক্রোঁ বলেন, ফ্রান্সকে তার অতীতের ‘মুখোমুখি’ হতে হবে। তার ওই বক্তব্য ব্যাপক সমালোচনার জন্ম হয়।
প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এক সাক্ষাৎকারে ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, উপনিবেশ স্থাপন ফ্রান্সের ইতিহাসের অংশ। এটা মানবতার বিরুদ্ধে অপরাধ, এটা প্রকৃতপক্ষে বর্বর এবং এটা অতীতের অংশ, যেটির মুখোমুখি আমাদের অবশ্য হতে হবে।
তিনি বলেন, তাদের বিরুদ্ধে এই অপরাধ করেছি তাদের কাছে ক্ষমা চাইতে হবে।
আলজেরীয় স্বাধীনতাকামীদের ওপর নির্মমভাবে অভিযান চালায় ফ্রান্স। ১৯৫৪ সালে শুরু হয়ে ১৯৬২ সাল র্পযন্ত চলা ওই যুদ্ধে প্রায় ১৫ লাখ আলজেরীয় নিহত হয়।
১৩০ বছর ফ্রান্সের উপনিবেশ থাকার পর আলজেরিয়া ১৯৬২ সালে পুরোপুরি স্বাধীনতা লাভ করে।