দর্পণ ডেস্ক :
যুক্তফ্রন্টের নেতা ড. কামাল হোসেন, বি চৌধুরী, আসম আব্দুর রব, মাহমুদুর রহমান মান্না, কাদের সিদ্দিকীরা রাজনৈতিকভাবে পরিত্যক্ত। তাদের সঙ্গে বিএনপির ঐক্য করে কোনো লাভ হবে না- বলেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটি আয়োজিত ‘গণতন্ত্র, নির্বাচন ও নেতৃত্ব’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
হাছান মাহমুদ বলেন, কামাল সাহেবদের জনসভা করতে ৫০০ লোক খুঁজে পেতে কষ্ট হয়। এখন তারা রাত-বিরাতে মিটিং করে খবরের জন্ম দিচ্ছেন বটে, নির্বাচন এলে দেখা যাবে খালেক ভাই আর বাবলা ভাইয়ের কাছে জামানত বাজেয়াপ্ত হয়ে গেছে। এদের এসব দৌড়ঝাঁপে কোনো লাভ হবে না।
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদালতে হাজির না হয়ে আইনের প্রতি ‘বৃদ্ধাঙ্গুলি’ দেখিয়েছেন মন্তব্য করে তিনি বলেন, বিএনপির আইনজীবীরা বলেছেন খালেদা জিয়া অসুস্থ। এ কারণে তার জন্য কারাগারের পাশের কক্ষে বিশেষ আদালতের ব্যবস্থা করা হয়েছে। অথচ সেই আদালতেও তিনি উপস্থিত হননি। তার অর্থ আদালত ও আইনের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন। তাই আইন অনুযায়ী খালেদা জিয়ার বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করছি।
জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দেখা করার কথা বলে বিএনপির মহাসচিব জাতির সঙ্গে ‘ভাঁওতাবাজি’ করেছেন— এমন মন্তব্য করে আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘মির্জা ফখরুল জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দেখা করতে যাননি। তিনি দেখা করেছেন সহকারী সেক্রেটারির সঙ্গে। অথচ মিডিয়ায় বলে গেছেন, জাতিসংঘ মহাসচিবের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। সেখান থেকে ফিরে আসার পর কী আলোচনা হয়েছে সাংবাদিকরা তাকে এমন প্রশ্ন করলে তিনি আমতা আমতা উত্তর দিয়েছেন। এটা জনগণের সঙ্গে সম্পূর্ণ ভাঁওতাবাজি।
বিএনপির লবিস্ট ফার্ম নিয়োগের বিষয়ে তদন্ত করার আহ্বান জানিয়ে হাছান মাহমুদ বলেন, সরকারের যেসব সংস্থা এসব তদন্ত করে, তাদের অনুরোধ জানাবো অবিলম্বে বিএনপিকে নোটিশ প্রদান করা হোক এবং এই অর্থের উৎস তাদের কাছ থেকে জানা হোক।
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের উপদেষ্টা লায়ন চিত্ত রঞ্জন দাসের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোল্লা জালাল, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, বলরাম পোদ্দার, শাহ আলম, অরুন সরকার রানা প্রমুখ।