দর্পণ ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করার অর্থ হলো ইসির আত্মসমর্পণ নিশ্চিত করা- বলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দেশে সুষ্ঠু নির্বাচনের একমাত্র উপায় শেখ হাসিনার পদত্যাগ ও নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন।
বৃহস্পতিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। রিজভী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাচন কমিশনকে সহযোগিতা করার বক্তব্য জনগণের মধ্যে হাসির খোরাক জুগিয়েছে। কারণ সুষ্ঠু নির্বাচনের প্রধান বাধা প্রধানমন্ত্রী নিজে।
প্রধানমন্ত্রীকে অসম্ভব শক্তিমান উল্লেখ করে বিএনপির এই জ্যেষ্ঠ মহাসচিব বলেন, আইন, বিচার, মামলা— সবই শেখ হাসিনার হাতে। তল্লাশি, গ্রেফতার, পুলিশি নির্যাতন, মিথ্যা মামলা— সবকিছু তার নির্দেশেই হচ্ছে। নিরঙ্কুশ আধিপত্য ধরে রাখার জন্যই তিনি সংবাদপত্রের কণ্ঠরোধ ও বিরোধী রাজনীতিকদের নির্বিচারে কারাগারে নিক্ষেপ করছেন।
রিজভী আরও বলেন, আগামী নির্বাচন সরকারি দলের করায়ত্তে রাখার জন্যই আইনশৃঙ্খলা বাহিনী বিএনপিকে দমনে বেপরোয়া হয়ে উঠেছে। শান্তিপূর্ণ কর্মসূচিতেও গ্রেফতার ও মিথ্যা মামলা দেয়া হচ্ছে। এসব কারণে মানুষের জীবন দুর্বিষহ হয়ে উঠছে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাই আমি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.