দর্পণ ডেস্ক : রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়েছে। বুধবার সকাল ১০টা ৫০ মিনিটে এ ভূমিকম্প অনুভুত হয়।

আবহাওয়া অধিদফতরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র জানিয়েছে, আজকের ভূমিকম্পের তীব্রতা ছিল রিখটার স্কেলে ৫ দশমিক ৩।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের আসামে। ৬ সে‌কেন্ড স্থায়ী ছিল এই কম্পন।

ভূমিকম্পের সময় রাজধানীর বহুতল ভবনের মানুষরা ভয়ে রাস্তায় নেমে আসেন। তবে ভূমিকম্পে কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানী ছাড়াও ভুমিকম্পে কেঁপেছে কুড়িগ্রাম, নীলফামারী, দিনাজপুর, লালমনিরহাট, পঞ্চগড়, রাজশাহী, নাটোর, ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর ও শেরপুর জেলা।