দর্পণ ডেস্ক : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ২৫ বছরের এক যুবতীর সঙ্গে শারীরিক সম্পর্ক৷ পরে সেই অন্তরঙ্গ মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেল করে লক্ষাধিক টাকা আদায়৷ এখানেই শেষ নয়৷ সেই টাকায় বিদেশ ভ্রমণের পরিকল্পনা করে অভিযুক্ত যুবক৷

সেই যুবক নিজে ভারতের মুম্বাইয়ের বিখ্যাত এক হীরা ব্যবসায়ীর ছেলে৷ মুম্বইয়ের এল টি মার্গ পুলিশ থানায় এমনই অভিযোগ জমা পড়েছে৷ সেই অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত ধরন শাহকে গ্রেফতার করে পুলিশ৷

পুলিশের কাছে অভিযোগে সেই যুবতী জানিয়েছে, অভিযুক্ত যুবককে সে গত দু’বছর ধরে চেনে৷ তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে৷ বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধরন তার সঙ্গে একাধিকবার শারীরিক সম্পর্কে লিপ্ত হয়৷ সেই ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ক্যামেরাবন্দি করে রাখে৷ কিন্তু পরে সেই ছবি দেখিয়ে তাকে ব্ল্যাকমেল করা শুরু করে ধরন৷ হুমকি দেয় টাকা না দিলে সব ছবি ফাস করে দেবে৷ এরপর ভয়ে তাকে চার লক্ষ টাকা দেয়৷

কিন্তু তাতেও মন ভরেনি সেই যুবকেরর৷ পুলিশের কাছে অভিযোগকারী সেই যুবতী জানিয়েছে কানাডা যাবে বলে তার কাছে আরও লক্ষাধিক টাকা চায় সে৷ কিন্তু অত টাকা দিতে না পারায় তাকে বাধ্য করে এক বন্ধুর সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার৷ এই বন্ধুই সেই যুবকের কানাডা ট্যুরের টাকা স্পনসর করবে৷ এরপরই পুলিশের কাছে অভিযোগ জানায় যুবতী৷

অভিযোগের সত্যতা স্বীকার করে পুলিশ জানায়, ধরন শাহ নামে এক যুবকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের হয়েছে৷ অভিযুক্ত যুবক মুম্বাইয়ের এক বিখ্যাত হীরা ব্যবসায়ী হিতেশ শাহের ছেলে৷ তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৩৭৬, ৫০৩ ও ৪২০ ধারায় মামলা দায়ের করা হয়েছে৷

এদিকে, ধরনের পরিবারের দাবি তাদের ছেলে নির্দোষ৷ চক্রান্ত করে ফাঁসানো হয়েছে৷ পুলিশ জানিয়েছে, তদন্ত করে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷