দর্পণ ডেস্ক :
আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, আদালতের রায়ে দণ্ডিত হয়ে কারাগারে আছেন খালেদা জিয়া । একজন দণ্ডিত কয়েদির চিকিৎসা হবে আদালতের কোড অনুযায়ী। বিএনপি নেতাদের আবেদনের পরিপ্রেক্ষিতে খালেদা জিয়াকে সর্বোচ্চ চিকিৎসাসেবা দেয়ার নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তাই তার শারীরিক অসুস্থতা নিয়ে বিএনপির রাজনীতি করার সুযোগ নেই।
সোমবার কুষ্টিয়া পৌর অডিটরিয়ামে মুক্তিযুদ্ধের চেতনায় যুব সমাজের আয়োজনে ‘বর্তমান বাংলাদেশ ও উন্নয়ন ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।
হানিফ বলেন, রাজনৈতিক দেউলিয়াপনা থেকেই খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা নিয়ে রাজনীতি করছে বিএনপি। সরকার খালেদা জিয়ার চিকিৎসায় যথাযথ পদক্ষেপ নিচ্ছে।
এ সময় উপস্থিত ছিলেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী, উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহীনুর রহমান, ট্রেজারার অধ্যাপক ড. সেলিম তোহাসহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।