দর্পণ ডেস্ক :
‘শিক্ষা প্রতিষ্ঠান খুলে ব্যবসা করার দিন শেষ। এ খাতে মুনাফা করতে আসবেন না। আসলেও টিকে থাকতে পারবেন না। যারা শর্ত মেনে শিক্ষা প্রতিষ্ঠান চালাবে তারাই টিকে থাকবে। শিক্ষা পণ্য নয়। শিক্ষাকে কোনভাবে বাণিজ্যিকভাবে ব্যবহার করার কেউ চেষ্টা করবেন না। ব্যবসা করে মুনাফা করার উদ্দেশ্য থাকলে অন্য স্থানে বিনোয়োগ করুন’ বলেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম নগরের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আয়োজিত শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নুরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।
এ সময় আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ, বর্তমান উপ-উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার, পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চেয়ারম্যান জহির আহমদ, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাহবুব হাসান, বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নুরুল আজিম পবনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রক্টর, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে নুরুল ইসলাম নাহিদ বলেন, ‘দেশে ৪৪টি পাবলিক বিশ্ববিদ্যালয় ও ১০৪টি বেসরকারি বিশ্ববিদ্যালয় আছে। অনেক বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মনে করেন পাবলিক বিশ্ববিদ্যালয়ে না পড়ার কারণে পার্থক্য করা হয়। আমরা সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন পার্থক্য করি না। তিনি বলেন, ‘জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলাটি ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে হয়েছিল। সেই মামলায় খালেদা জিয়া জেলে আছে। এজন্য সরকার নয়; তত্ত্বাবধায়ক সরকারই দায়ী।’
এনামুল হক শামীম বলেন, ‘প্রতিষ্ঠার পর থেকে শিক্ষা খাতে অবদান রেখে যাচ্ছে পোর্ট সিটি ইউনিভার্সিটি। বর্তমানে প্রায় ছয় হাজার শিক্ষার্থী এখানে অধ্যয়ন করছে। দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কাছে বিশ্ববিদ্যালয়টি মডেল হিসাবে থাকবে।’