দর্পণ ডেস্ক :
আত্মঘাতী জোড়া বোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন আফগানিস্তানের রাজধানী কাবুলে।
স্থানীয় সময় বুধবার একটি রেসলিং ক্লাবের ওই হামলায় আরও ৭০ জন আহত হয়েছেন বলে বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে।
ক্লাবটিতে প্রথমে এক হামলাকারী বোমা বিস্ফোরণ ঘটিয়ে চারজনকে হত্যা করে। এর কিছুক্ষণ পরই ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলাকালীন আরেক হামলাকারী গাড়িতে করে এসে দ্বিতীয় হামলাটি চালায়।
গাড়ি বোমার হামলার ঘটনায় টোলো নিউজ চ্যানেলের দুই সাংবাদিক নিহত ও চারজন আহত হয়েছেন। টোলোর প্রধান লুৎফুল্লাহ নাজাফিজাদা এক টুইট বার্তায় জানিয়েছেন, তারা তাদের দুজন সেরা সংবাদকর্মীকে হারিয়েছেন।
নগরীর শিয়া অধ্যুষিত এলাকায় অবস্থিত হামলার শিকার এ ক্লাবটি। এই এলাকায় দেশটির হাজারা সম্প্রদায়ের অনেক লোক বসবাস করে।
জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) বা অন্য কোন পক্ষ এখনও পর্যন্ত এ হামলার দায় স্বীকার করেনি।

News Editor : Ganash Chanro Howlader. Office: 38-42/2 Distillery Road, 1st floor, Gandaria, Dhaka-1204.